ক্রীড়া বিজ্ঞান নির্ভর চ্যাম্পিয়ন তৈরিতে নতুন দিশা দেখাচ্ছে বেলুড় মঠ
Published on :29 Aug 2019 , 08:17 pm IST| Updated on :01 Sep 2019 , 10:14 am IST
Excerpts from the news post:
বেলুড়, 29 অগাস্ট : আধ্যাত্মিক জীবনের বাইরে শক্তিশালী সমাজ গড়ার লক্ষ্যে পথ প্রদর্শকের ভূমিকা নিতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন । রাজ্যে প্রথম স্পোর্টস সায়েন্স অ্যান্ড যোগ বিশ্ববিদ্যালয় শুরু করেছে তারা । বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট গত দু’বছর ধরে এই কাজ করছে ।
বেলুড় মঠের মূল প্রবেশ পথের ডানদিকে এই বিশ্ববিদ্যালয়ের বিরাট ক্যাম্পাস । স্পোর্টস সায়েন্সে মাস্টার্স, এম ফিল এবং পিএইচডি করার সুযোগ রয়েছে এখানে । ডাক্তার শান্তি রঞ্জন দাসগুপ্ত, শুভঙ্কর ঘোষ, রূপায়ন ভট্টাচার্য, অশোক কুমার ঘোষ, উদয় শংকর রায়, অর্কদেব দত্ত, কুণাল শিকদারের মতো খ্যাতনামা ব্যক্তিত্বরা এই নবগঠিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রূপে যোগ দিয়েছেন । এছাড়াও রয়েছেন আশিস গোস্বামী । তিনি ক্রীড়া ও বিজ্ঞান বিভাগের প্রধান । রয়েছে উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দের নেতৃত্ব । …